বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে ১২ বছরের এক স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে ছয়ফুল ইসলাম ছফাই(৪৩) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনার পর শুক্রবার রাতে ভিকটিমের দাদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত আসামী উপজেলার দক্ষিন ঘোষগাঁও গ্রামের মো: মধু মিয়ার ছেলে ছয়ফুল ইসলাম ছফাইকে
একজনকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। ছাত্রের দাদা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে রাতেই অভিযান পরিচালনা করে অভিযুক্ত উপজেলার দক্ষিন ঘোষগাঁও গ্রামের মো: মধু মিয়ার ছেলে ছয়ফুল ইসলাম ছফাইকে গ্রেপ্তার করে।
গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামীকে আজ (শনিবার) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।