বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমায় হাজী হাসন খাঁ হিফজুল কোরআন প্রাথমিক শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে শুক্রবার বিকেল ২টায় উপজেলার শ্রীরামপুরের দক্ষিণ সুলতানপুর খান বাড়িতে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি রফিক উদ্দিনের সভাপতিত্বে ও হাজী হাসন খাঁ হিফজুল কোরআন প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক হাফিজ রায়হান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কাজীর বাজার মাদ্রাসার সাবেক শিক্ষাসচিব মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা কাওছার খাঁন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুমেল আহমদ খান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সুমেল আহমদ খান, নুবেল আহমদ খান, আমিন আহমদ প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে প্রায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।