বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হচ্ছেন-মানিকগঞ্জ জেলা সদরের বাসিন্দা আনোয়ার মোল্লার ছেলে জুবায়ের আল হাসান জামি ও একই এলাকার রাইজ উদ্দিনের ছেলে রাজিব আহমেদ। তারা সিলেট ভ্রমণের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ থেকে রওনা দিয়েছিলেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সিলেটগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজিব ও জামি আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রাতে ভৈরবে পৌঁছার পর রাজিব ও নরসিংদী এলাকায় মারা যান জামি।
নিহত জামির চাচা আওলাদ হোসেন জানান, রাজিব ও জামি সম্পর্কে দুই বন্ধু। তারা সিলেটের বিভিন্ন পর্যটনস্পট ঘুরে দেখার উদ্দেশ্যে বের হয়েছিলেন। এদের মধ্যে জামি একটি কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন। রাজিব ব্যবসায়ী ছিলেন।