বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত ৮টায় উপজেলার পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলি হোসেন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পাওয়ার লিমিটেড এর চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেন।
সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডারের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব মো: সফিকুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সোনা মিয়া, সায়াদ আলী, কুটন আলী, আব্দুল খালিক, হানিফ আলী, মনোহর আলী, মনু মিয়া, আব্দুস শহিদ মতি, মুহিব খান, আব্দুল কাদির, উস্তার আলী, গিয়াস উদ্দিন, আপ্তাব আলী, গোলাম মোহাম্মদ, মরহুম ইছাক আলী
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদ রহমান, পৌর যুবলীগ নেতা রাসেল আহমদ, উপজেলা যুবলীগ নেতা সুমন চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা সুলেমান আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, জেলা ছাত্রলীগ নেতা আলী হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সামাদ চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা শাকিল চৌধুরি, ছাত্রলীগ নেতা আতাউর রহমান , সৌরভ আহমদ, মুন্না আহমদ, বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশীদ রাপু প্রমুখ।