বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরী থেকে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (২৯ মার্চ) নগরীর বন্দরবাজার থেকে মো. মুনাই মিয়া (২৮) নামের ওই ডাকাতকে গ্রেফতার করা হয়।
মুনাই নগরীর আম্বরখানা এলাকার বাসিন্দা মো. আতিক মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান, গত ২৬ জানুয়ারি সিলেটে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় র্যাবের অভিযানে রোজেল মিয়া নামে এক ডাকাত গ্রেফতার হয়। মুনাই মিয়া সেই দলের সক্রিয় সদস্য।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সিলেট নগরীর বন্দরবাজার থেকে ডাকাত মুনাই মিয়াকে গ্রেফতার করে র্যাব।
বুধবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।