Advertisement (Custom)

প্রকাশিত: সোমবার, ৭ মার্চ, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-04-27T08:19:01Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত সুফিয়ানের অবস্থা আশংকাজনক

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনায় তারিক রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছিল। এ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন দুই যুবক। এর মধ্যে আবু সুফিয়ান নামের এক যুবকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

জানা যায়, গত ১৮ মার্চ (শুক্রবার) পৌর এলাকার ৯নং ওয়ার্রডের নকেলী নুরুপাড়া রঙাই বিছরায় একটি ফুটবল খেলায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পৌর এলাকার নয়াগ্রামের তখলিছ আলীর ছেলে তারিফ রহমান প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। এ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন একই গ্রামের তছন আলীর পুত্র আবু সুফিয়ান (২৭) ও পারভেজ আহমদ (২১)। এরমধ্যে পারভেজ আহমদ কিছুটা সুস্থ হলেও আবু সুফিয়ানের শারিরীক অবস্থার আরো অবনতি ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার পর সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে আবু সুফিয়ানের বড় একটি অপারেশন করা হয়। এরপরও তার শারীরিক অবস্থার কোন উন্নতি না হলে তাকে সিলেট নূরজাহান ক্লিনিকের আইসিইউতে তাকে স্থানান্তর করা হয়। আজ (রোববার) দিনের বেলা তার অবস্থা আরো খারাপ হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। আজ রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

ডাক্তাররা ছুরিকাঘাতে আবু সুফিয়ানের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্বাস প্রশ্বাস ও ব্লাডপ্রেশার অস্বাভাবিক হওয়ায় সে চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে ডাক্তার জনিয়েছেন।

এদিকে এ ঘটনায় নিহত তারিফ রহমানের বড় ভাই তাহমিদুর বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ ও ৩/৪জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন।  এ ঘটনায় ৪জনকে পুলিশ গ্রেপ্তার করলে মূল আসামীরা এখনো পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃরা  হলেন রণকেলী পূর্ব দিঘীরপাড় নুরু পাড়া এলাকার মুক্তা মুয়ার ছেলে আবিদুর রহমান (১৯), কবির হোসেন এমরানের ছেলে আতিকুল ইসলাম নিপু (১৯), মৃত পছন আলীর ছেলে আব্দুস সালাম (৫৪), মৃত আবদুস ছত্তারের ছেলে কবির হোসেন এমরান (৫০)।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ