বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গোলাপগঞ্জে মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশনের উদ্যোগে অসহায়দ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ৯টায় মীরগঞ্জ বাজারে বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবী মোঃ বদরুল ইসলামের সভাপত্বি ও মোঃ দেলাওয়ার হোসাইনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার রানিক।
ক্বারী আমির হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মোক্তাদির, বক্তব্য রাখেন সমাজসেবী মাহবুবুর রহমান, এম এ আশিক।
দিনব্যাপী এ বিতরণী অনুষ্ঠানে পৃথক স্থানে
উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মনজ্জির আলী মনই, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব নুরুল আম্বিয়া, সমাজসেবী রায়হান উদ্দিন, জালাল আহমদ, আনহার আহমদ, আব্দুল ওয়াহিদ মুন্না, হাফিজ আব্দুল মজিদ আলম, শাহজাহান আহমদ সাজু, নুর উদ্দিন, ফটিক মিয়া।
বিতরণ অনুষ্ঠানে ফতেহপুর, শেখপুর, হাওরতলা, গোয়াসপুর, নিয়াগুল ও গোটারগাওয়ের প্রায় সাড়ে সাতশ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৫কেজি পিঁয়াজ, ৫ কেজি আলু, ছানা ১কেজি, ডাল ১কেজি।