বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে রাতের আধারে মাটি বোঝাই এক ট্রাক্টরের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা ৬ বছরের শিশু সহ ৩ যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে শিশুটির অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২৫ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ঢাকাদক্ষিণ- মীরগঞ্জ সড়কের নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এঘটনার পর স্থানীয়রা আহতদের হাসপাতালে প্রেরণ করেন।
তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ঢাকাদক্ষিণ-মীরগঞ্জ সড়কের নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে মাটিবোঝাই একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় একটি শিশু সহ ৩জন আহত হয়েছেন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এরমধ্যে আহত শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ট্রাক্টরটি লাইট ছাড়াই মাটিবহন করছিল। এজন্য সিএনজি অটোরিকশা ড্রাইভার ট্রাক্টরটিকে দেখতে পায়নি।
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান নয়ন জানান, সিএনজিতে থাকা একটিন শিশুর অবস্থা খুবই আশংকাজনক। ওই শিশুটির মগজ বের হয়ে গেছে। আর গাড়িতে থাকা আরো ২/৩ জন যাত্রী আহত হয়েছেন।