বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গোলাপগঞ্জ পৌরসভার উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
মো: জিয়া উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির।
পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর এম ফজলুল আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সফিকুর রহমান (ইপিআর), বীর মুক্তিযোদ্ধা সুনু মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস মনাক্কা, শেফা বেগম, বীর মুক্তিযোদ্ধা মুহিব খান, মুক্তিযুদ্ধা হানিফ আলী, মুক্তিযুদ্ধা৷ নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা মুহম্মদ ইফতেখার উদ্দিন, হিসাব রক্ষক জুবায়ের আহমদ চৌধুরী, ট্রেড লাইসেন্স পরিদর্শক তৃপলী দেব তৃণা, কর আদায়কারী এলমিন সুলতানা, সহকারী কর আদায়কারী বাসিত আহমদ, যুবলীগ নেতা এনায়েত করিম খোকন, ফখরুল ইসলাম, সমাজসেবী সমছু উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক গান পরিবেশন করেন বাউল আব্দুল খালিক ও তাঁর দল।