বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর শিকারখা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শিকারখা ৭ নম্বর কূপ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-তামাবিল মহাসড়কের শিকারখা ৭ নম্বর কূপ এলাকায় হরিপুর থেকে ছেড়ে যাওয়া নম্বরবিহীন টোকেন দ্বারা চালিত অনটেস্ট সিএনজিচালিত অটোরিকশার সাথে সিলেট থেকে ছেড়ে যাওয়া সেনা কল্যাণ সংস্থার পণ্যবাহী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম ১১-৬০৯৩) এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে উপজেলার হরিপুর গ্রামের মৃত সাদিক আহমদের স্ত্রী রুমি বেগম (৩০) মারা যান।
হাসপাতালে ভর্তি থাকা আহতরা হলেন- দরবস্ত ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের সিরাজ মিয়ার মেয়ে রিমা বেগম (১৭), তার বোন লিজা বেগম (১৫), গোয়াইনঘাট উপজেলার রাতারগুল গ্রামের আব্বাস আলীর ছেলে মিনহাজ (২৫) ও অটোরিকশার চালক জৈন্তাপুর উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের হেমু ভেলোপাড়া গ্রামে জমির উদ্দিনের ছেলে নাঈম হোসেন (২০)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় সড়কের যান চলাচল স্বাভাবিক করেছে।