বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: মাধ্যরাতে ওসমানীর সিলেটের ওসমানী মেডিকেল কলেজে আবাসিক শিক্ষার্থীদের শহীদ শামসুদ্দিন ছাত্রাবাসে ছাত্রলীগ -শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে ছাত্রাবাসে থাকার আসন নিয়ে ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্রশিবির পরিচালিত ঐতিহ্য সংস্কৃতি পরিষদ নামের একটি সংগঠনের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে উত্তেজনা ছড়ায়।
জানা গেছে, শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে বুধবার রাতে শিবির নেতাকর্মীরা অবস্থান নেয়। এরপর আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের সাথে সংঘর্ষ বাধে ছাত্রশিবিরের। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রাবাস দখল নিয়ে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। ছাত্রাবাস এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ‘ঐতিহ্য সাংস্কৃতিক পরিষদ নামের একটি সংগঠন রয়েছে। যা ছাত্র শিবির নিয়ন্ত্রিত। ছাত্রাবাসের বি ব্লকে তাদের প্রায় ৪০ জন কর্মী থাকেন। তিন দিন আগে ওই ব্লক থেকে একটি রামদা উদ্ধার করা হয়। যা নিয়ে আজ রাত ১০ টার দিকে ওই ব্লকে অবস্থানরতদের জিজ্ঞাসা করতে গেলে বহিরাগত ছাত্রশিবির কর্মীদের নিয়ে ছাত্রলীগের উপর হামলা চালানো হয়।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএমন আশরাফউল্লাহ তাহের বলেন, যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্রবাস এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।