বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের জামাত সমর্থিত নব নির্বাচিত ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক জাহিদ হোসেইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে জয়লাভ করে সম্প্রতি দায়িত্ব লাভ গ্রহণ করেছিলেন।
এছাড়াও এই মামলায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোওয়ার হোসেন এবং মুড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ আহমদকেও কারাগারে পাঠায় আদালত।
জানা যায়, সিলেট নগরীর কতোয়ালী থানার বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় হাজিরা দিতে গেলে মেট্রোপলিটন আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যান জাহিদ হোসেনের চাচা মাস্টার নুরুল হক।
তিনি জানান, কতোয়ালি থানায় দায়েরকৃত একটি মামলার হাজির দিতে গিয়ে চেয়ারম্যান জাহিদ হোসাইনকে আদালত কারাগারে প্রেরণ করেছেন। যে মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এই মামলাটি সিলেট আলেয়া মাদ্রাসার শিবিরের বিরুদ্ধে। যেখানে বাদেপাশার চেয়ারম্যান থাকার প্রশ্নই উঠেনা। অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।