বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় জুয়েল আহমদ (২৮) নামের গোলাপগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জুয়েল আহমদ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ফুলসাইন্দ (পিরের চক) গ্রামের উনু মিয়ার ছোট ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই মীর কাওছার।
তিনি জানান, জুয়েল আহমদ গত শুক্রবার ( ২৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সেখানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। টানা ৭ দিনপর আজ (শুক্রবার) বাংলাদেশ সময় সকাল ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।