বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের হেতিমগঞ্জ থেকে ঢাকাদক্ষিণ-দেওয়ান সড়ক সংস্কারের দাবিতে বিশাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর বাজারে শত শত মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশিষ্ট মুরব্বি আব্দুস শহিদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ উল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি ফখরুল ইসলাম, হেলাল আহমদ, কালাম আহমদ, আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবী শান্ত দাস, ইতালি প্রবাসী কামরুল ইসলাম, লায়েছ আহমদ, শাহিন আহমদ, এমরান আহমদ, সাজু আহমদ, এহছান আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, উপজেলার ফুলবাড়ি, লক্ষীপাশা ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের লক্ষাধিক মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে হেতিমগঞ্জ থেকে ঢাকাদক্ষিণ পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। যত দিন যাচ্ছে ভোগান্তির চরম পর্যায়ে চলে যাচ্ছে। সড়ক জুড়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে সে সকল গর্তে পানি জমে যায়। যে কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হয়।
সবচেয়ে বেশি কষ্ট হয়, গর্ভবতী মহিলাদের। অনেক সময় ঝাঁকুনির কারণে গাড়িতেই সন্তান প্রসব করতে হয়। বক্তারা অতি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারা জানান। তাঁরা রাস্তাটি সংস্কা সিলেট-৬ আসনের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দৃষ্টি আকর্ষণ করেন।