বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় আইজিপি ব্যাজ পদক গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর কাছ থেকে এ পদক গ্রহণ করেন।
২০২১ সালে কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ সপ্তাহ উপলক্ষে ওসি হিল্লোল রায়কে এ পদকের জন্য মনোনীত করা হয়। হিল্লোল রায় জানান, পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের পরামর্শে এবং বিয়ানীবাজারবাসীর সহযোগীতায় এমন পদক প্রাপ্তি কর্তব্যকাজে আরো দায়িত্বশীল করে তোলবে।