Advertisement (Custom)

প্রকাশিত: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-02-08T07:52:16Z
গোলাপগঞ্জলিড নিউজ

না ফেরার দেশে চলে গেলেন সড়ক দুর্ঘটনার আহত গোলাপগঞ্জের সাজু

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনার ৩দিন পর মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের সাহাব উদ্দিন সাজু (৩৮)। বুধবার বিকেল ৪টায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাহাব উদ্দিন সাজু ভাদেশ্বর ইউনিয়নেরছিলিমপুর গ্রামের জয়নাল আবেদীনের ছোট ভাই। তিনি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন। তার তিনমাসের একজন মেয়ে সন্তান রয়েছে।

জানা যায়, গত শুক্রবার সাহাব উদ্দিন সাজু নিজ কর্মস্থল সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে মটরসাইকেল যোগে যাওয়ার পথে সিলেট চন্ডিপুল এলাকায় হার্ড ব্রেক মারলে তিনি মাটিতে পড়ে যান। এসময় একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে গুরুতর আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।  সেখানে ডাক্তাররা তাকে আইসিইউ তে রাখেন।

৩দিন চিকিৎসাধীন থাকা অবস্থায়  সোমবার বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই জাহেদ আহমদ। 


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ