বিজ্ঞাপন
বিনোদন প্রতিবেদক : সিলেট অঞ্চলের বিখ্যাত কয়েকটি লোকগান গান নিয়ে তৈরী ' মেলোডি অফ সিলেট ' শিরোনামে গত ১৬ জানুয়ারি জনপ্রিয় অনলাইন ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে মুক্তি পায়।
গানটি 'আশরাফুল পাভেল' ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার পর বিশ্বের সবচেয়ে বড় সঙ্গীত ভিডিও প্লাটফর্ম টিকটক জগতে দিনদিন জনপ্রিয় হয়ে উটছে গানটি। যেখান প্রায় ২ লাখেরও বেশি মানুষ গানটি ব্যবহার করে নির্মাণ করছেন ভিডিও।
গানটির সঙ্গীত আয়োজন করেছেন আশরাফুল পাভেল ও অমিত দে। ভিডিও সম্পাদনা ও চিত্রগ্রহণে ছিলেন অরুণ পাঠক।
মূলত এই সংগীতটি জনপ্রিয় পাঁচটি লোকগানের মিশ্রণে তৈরি করা হয়েছে, যাকে সংগীতের ভাষায় বলা হয় 'ম্যাশআপ'। আর এই গানগুলো হলো : শ্যাম কালিয়া- রাধা রমন দত্ত, অকারনে তুলসির মূলে - বাউল কালা মিয়া, সোনার পিঞ্জিরা - আরকুম শাহ, মাটির পিঞ্জিরা - বাউল শাহ আব্দুল করিম ও কালায় প্রানটি নিল- রাধা রমন দত্ত।
এ বিষয়ে শিল্পি আশরাফুল পাভেল বলেন, গুনিজনদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা আর ভালবাসা রেখে সিলেট অঞ্চলের বিখ্যাত কয়েকটি গান নিয়ে আমাদের নিজের মত করে একটি ক্ষুদ্র চেষ্টা করেছি মাত্র। বাংলার এই লোকগান গুলো নতুন ছন্দে বাজুক সবার অন্তরে অন্তরে ।