বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : বগুড়ার যুবক আশরাফুল আলম সাঈদ। যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা কিংবা গান- সবকিছুই নিজের মতো করে আলোচনায় আসেন গত কয়েক বছর আগে। সেই হিরো আলম এবার আসছে সিলেটের গোয়াইনঘাটে।
তবে কোনো অভিনয়, প্রযোজনা কিংবা গানের কাজে নয়- আসছেন একটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়ে।
জানা গেছে, আগামী ২১ জানুয়ারি গোয়াইনঘাটের ডৌবাড়ি সরকারি প্রাথামিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে হিরো আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ খেলার প্রচারণা পোস্টারে তাকে ওই অনুষ্ঠানের ‘প্রধান আকর্ষণ’ উল্লেখ করা হয়েছে।
হিরো আলম আসার বিষয়টি নিশ্চিত করেছেন খেলা পরিচালনা কমিটির সদস্য । হিরো আলম ওই দিন ২১ জানুয়ারি বিকেলে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছার কথা রয়েছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে-মধ্যেই সবচেয়ে বেশি চর্চিত বিষয় হন হিরো আলম। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তার অদ্ভূত সব ভিডিও, ছবি কিংবা গান। গত ৭-৮ বছর থেকেই তিনি এভাবে আলোচনায়।