বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : এক দফা দাবিতে অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের মরিয়ম আক্তার রুবি নামে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর নানা মারা গেছেন। নানা মারা যাওয়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়লেও অনশনে অনড় রয়েছেন এ শিক্ষার্থী।
শুক্রবার (২১ জানুয়ারি) রাতে এ খবর শুনেন মরিয়ম। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলে সাংবাদিকদের জানান তিনি।
তিনি বলেন, আমি আমার নানা ভাইকে শেষ বারের মতো একবার দেখতে চাই। তবে আমি অনশনে থেকেই নানাকে দেখতে যাব।
তার সহপাঠীরা বলেন, মরিয়মের শারীরিক অবস্থা অবনতির দিকে। তবে সে অনশন চালিয়ে যাচ্ছে।
তাকে মানসিকভাবে শক্তি জোগাতে আমরা তার পাশে আছি।