বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে এক প্রবাসীর আঙিনা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার রনকেলী নুরুপাড়া গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত এ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে রনকেলী নুরুপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তাজ উদ্দিনের বাড়ির আঙিনায় শিশুরটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক তারা বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে শিশুটির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। কে কারা এই শিশুটিকে ফেলে গেছে তাও জানা যায়নি।