Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-01-13T07:24:34Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জ অটোরিক্সা শ্রমীক জোটের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোটের এর আওতাধীন গোলাপগঞ্জ অটোরিক্সা শ্রমীক জোট (রেজি. নং-২০৯৭) শাখার নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ২টায় শাখার কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নুরুল হকের সভাপতিত্ব ও কমিটির সদস্য ময়েজ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট (রেজি নং. ২০৯৭  শাখার সভাপতি আব্দুল আলিম ভাসানী।

বিশেষ অতিথি হিসেবে জেলা শাখার সাংগঠনিক মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ আনোয়ারুজ্জামান, মেম্বার মেরু মিয়া, ইসলাম উদ্দিন।

সভায় গোলাপগঞ্জ অটোরিক্সা শ্রমীক জোট  শাখার নির্বাচন পরিচালনা কমিটি বহাল রেখে কমিটি পুনর্গঠন করা হয়। এছাড়াও এই কমিটির সাথে জেলা কমিটির সম্পাদক ফয়েজুর রহমান, সাংগঠনিক মনিরুজ্জামান মনির, মেম্বার মেরু মিয়া নির্বাচন পরিচালনা করার জন্য এই তিনজনকে সংযুক্ত করা হয়। 

সভায় অন্যানের মধ্যে  উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অটোরিক্সা শ্রমীক জোট  শাখার নির্বাচন পরিচালনা কমিটি সদস্য আব্দুল হক, আয়লাফ আহমদ,বাচ্চু মিয়া, ইকবাল আহমদ, সাহাব উদ্দিন,  কমিটির সাবেক সভাপতি কামাল আহমদ, সাবেক সম্পাদক আব্দুল হাকিম, সাবেক সহ সভাপতি আব্দুল হামিদ লেছ, হাসন রাজা, বিরু মিয়া, আমির উদ্দিন, জুয়েল আহমদ, সুহেল আহমদ,  কালাম আহমেদ,  নজমুল ইসলাম, শাহিন আহমদ, রেকল আহমদ, জাকারিয়া আহমদ, ফুয়াদ আহমদ,  মিনহাজ উদ্দিন, লায়েক আহমদ, সতিব আলী প্রমুখ। 

অনুষ্ঠানের পর পরই মৃত ১জন শ্রমীকের পরিবারকে ১০হাজার টাকা মৃত ভাতা প্রদান করা হয়।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ