বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান (পিএসসি, আর্টিলারি)।
রোববার (৯ জানুয়ারি) দুপুরে তিনি র্যাব-৯ এর সদ্য সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের (পিএসসি, এএসসি) কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। বিষয়টি এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদায়ী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো শরীফুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন। আর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান (পিএসসি, আর্টিলারি) সিলেটে যোগদানের আগে র্যাব-৮ (বরিশাল বিভাগ)-এ কর্মরত ছিলেন।