Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-01-13T10:26:18Z
লিড নিউজসিলেট

নগরীর শিশুপার্কের সামনে ইমা-লেগুনা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর সোবহানীঘাটস্থ বঙ্গবীর ওসমানী শিশুপার্কের সামনে ইমা-লেগুনা স্ট্যান্ড দখল নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত ২জনকে আটক করেছে পুলিশ। 

জানা যায়, দীর্ঘদিন ধরে বঙ্গবীর ওসমানী শিশুপার্কের সামনে ইমা-লেগুনা স্ট্যান্ড নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।এই বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়িতে যায়। এতে উভয় পুক্ষের ১০ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে ডিসি আজবাহার আলীর জানান, খবর পেয়ে আমি নিজে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে এসেছি। মালিক ও শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।  মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ