বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নারী চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লুৎফা বেগম রুবি (২৪), রুবিনা (২৪), মিলন বেগম (৩০), সালমা (৩৫), হালিমা (৩০)। তারা সকলেই সিলেটের হবিগঞ্জ জেলার বাসিন্দা।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের জানান, মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলােমের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামীদের কাছ থেকে তারা মার্কা লকেট যুক্ত স্বর্ণের চেইন, যার ওজন ১৪ আনা ৪ রতি এবং মূল্য প্রায় ৬৮,৭৫০ জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিমিরা জানায়, তারা অসহায় মানুষের কাছ থেকে স্বর্ণের চেইন ধৃত টাকা পয়সা কৌশলে চুরি করতো। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।