Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-01-20T08:06:58Z
গোলাপগঞ্জ

শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় গোলাপগঞ্জে মানববন্ধন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গোলাপগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজের  সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার  (২০জানুয়ারি) দুপুর  ১ টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে  শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থী অলিউর রহমান তামিমের সভাপতিত্বে এবং আল আমিন সিদ্দিক ও  আহাদুল ইসলাম নিলয়ের যৌথ  সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শাবিপ্রবিতে ন্যাক্কারজনক এ ঘটনার জন্য আমাদের মানববন্ধন। শিক্ষার্থীরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এটা দেখে যদি আমাদের বিবেক জাগ্রত না হয় তাহলে বুঝতে হবে আমাদের বিবেক ঘুমিয়ে রয়েছে।  শিক্ষার্থীরা ন্যায্য অধিকারের দাবি জানিয়েছিল। কিন্তু প্রশাসন তা পূরণ না করে উল্টো ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। ‘শাবি শিক্ষার্থীদের ওপর এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন  শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো হামলা চালিয়েছে। এমন অযোগ্য ব্যক্তি ভিসি থাকতে পারেনা। আমরা তার অপসারণ চাই।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ