বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরী হতে ফেঞ্চুগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হাবিব ওয়াহিদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেলে দক্ষিণ সুরমার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কুনারচর মসজিদের সামনে লেগুনা -মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনাটি ঘটে।
নিহত হাবিব শিবগঞ্জের হাতিম আলী স্কুলের পাশে একটি বাসায় মা বাবার সাথে বসবাস করে আসছিল। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা যায়,রোববার বিকেলে নিহত হাবিব মটরসাইকেল যোগে সিলেট থেকে যাওয়ার পথে দক্ষিণ সুরমার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কুনারচর মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা লেগুনা গাড়ির সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হয় হাবিব। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট নর্থ ইষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছে হাবিবের চাচাতো ভাই রায়হান আহমেদ।