বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-গ্যাস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নকারীদের কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
রবিবার (২৩ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ নিন্দা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য যখন আলোচনা চলছে সেই অবস্থায় এরকম কার্যক্রম অন্য কিছুর ইঙ্গিত বহন করে বলে আমরা মনে করি। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আন্দোলনের নামে এ ধরণের অমানবিক কর্মকাণ্ডকে কোনো অবস্থাতেই সমর্থন করতে পারে না। এই ধরণের অমানবিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।