বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের বাহুবলে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খাইটগাঁও গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত যুবক আল আমিন উপজেলার মিঠাপুর গ্রামের তায়েজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আল আমিন বাহুবল উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আজমল হোসেনের সমর্থক। মঙ্গলবার বিকেলে খাইটগাঁও গ্রামে বাকি সমর্থকদের সাথে নির্বাচনী প্রচারণায় যান তিনি। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় গ্রামের রাস্তায় কে বা কারা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আল আমিনের চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাহুবল উপজেচলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’