বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের কেন্দ্রে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভী।নগরীর আদর্শ স্কুল কেন্দ্রে আইভী পেয়েছেন ৩৬২ ভোট। অন্যদিকে এই কেন্দ্রে প্রথম হওয়া তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৬৮০ ভোট।
এই কেন্দ্রে ১ হাজার ১৭৩ ভোটার ভোট দেন। তবে দুটি ভোট বাতিল হয়। আর ২ হাজার ৮২ জন ভোটার অনুপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ শহরে ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ ও ২ লাখ ৫৭ হাজার ১১১ জন নারী ভোটার এবং চারজন ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলের অপেক্ষায় আছেন প্রার্থীরা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে প্রচার করা হচ্ছে নির্বাচনের বেসরকারি ফল।
মেয়র প্রার্থীদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকার সেলিনা হায়াৎ আইভী ও সদ্য বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকারের মধ্যে। বাবার কবর জিয়ারত করে রোববার বেলা পৌনে ১১টার দিকে নগরীর শিশুবাগ বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।