বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী এমসি একাডেমির ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের এক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার স্থানীয় একটি পার্টি সেন্টারে আয়োজিত আড্ডায় ব্যাচের শিক্ষার্থী নজরুল ইসলাম জনতা ব্যাংকের এজিএম পদে পদোন্নতি লাভ করায় ও দু প্রবাসী সদস্য মাসুম আহমদ চৌধুরী ও আবদুল মুনিম লিটন দেশে আসায় এ আড্ডা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী রাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর এম ফজলুল আলম ফজলুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ব্যাচের কৃতি ছাত্র বাংলাদেশ ব্যাংকের ডিজিএম খালেদ আহমদ, ব্যবসায়ী আব্দুর রউফ, আব্দুল মুকিত, কয়ছর আহমদ চৌধুরী, আব্দুল কাদির, আব্দুর রহিম, মো:আবিদ উদ্দিন, ব্যাংকার শফিকুল হক, শিক্ষক তাহেল আহমদ প্রমুখ।
এসময় তারা তাদের অন্যান্য সহপাঠীদের ও শিক্ষকদের খোজ খবর নেন এবং তাদের কল্যাণে একটি ফান্ড গঠনের উদ্যোগ গ্রহণ করেন।