Advertisement (Custom)

প্রকাশিত: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-01-04T12:34:57Z
গোলাপগঞ্জ

শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে ছাত্রলীগ : যুবলীগ নেতা তারেক

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে  ছাত্রলীগ উল্লেখ করে গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা তারেক আহমদ বলেন, 'বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন, ‘ছাত্রলীগের ইতিহাসই বাংলাদেশের ইতিহাস’। বাংলা, বাঙালি, স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু।'

মঙ্গলবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথাগুলো বলেন তিনি। 

তিনি বলেন-' বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ বছরের ইতিহাস জাতির মুক্তির স্বপ্ন, সাধনা এবং সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে সবার আগে ছাত্রলীগ নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা ছিল।'

তিনি আরও বলেন, 'বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষে ছাত্রলীগের সব নেতাকর্মী রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। তারা প্রধানমন্ত্রীর সোনার বাংলা গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখছে।'

তিনি বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগের যে গৌরব, সংগ্রাম ও সফলতায় ইতিহাস রয়েছে তা যাতে খর্ব না হয় সেদিকে সজাগ থেকে দেশের মানুষের জন্য ছাত্রলীগকে কাজ করতে হবে। ছাত্রলীগ আগামী দিনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে এবং শেখ হাসিনার নেতৃত্বে ও দিকনির্দেশনায় কাজ করে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখবে। তাহলেই ছাত্রলীগ সকল ছাত্রসমাজের রোল মডেল হিসেবে গড়ে উঠবে।'
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ