বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: শেষ বিদায়ে হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী। শেষ বিদায় জানাতে এই প্রবীণ রাজনীতিবিদের জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে।
সোমবার বিকেল ৫টায় উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষের ঢল নামে। এসময় শেষ বিদায় জানাতে কেন্দ্রীয় রাজনৈতিক নেতা, প্রশাসনিক, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ উপস্থিত হন। সেখানেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাজার নামাজ শেষে ইকবাল আহমদের নিজ গ্রাম রফিপুরে পারিবারিক কবরস্থানে দাফণ সম্পন্ন করা হয়।
এর পূর্বে দুপুর আড়াইটায় তাঁর কর্মস্থল উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাঁর প্রতি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে বাদ জোহর সিলেট হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদ প্রাঙ্গণে ১ম জানাযা অনুষ্ঠিত হয়।