বিজ্ঞাপন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারের মৎস্য ব্যবসায়ী আব্দুল মানিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।লাশ উদ্ধারকৃত আব্দুল মানিক চারখাই ইউনিয়নের আদিনাবাদ ডেলাখানী গ্রামের মরহুম মসব আলীর পুত্র। শুক্রবার সকাল ৯ টার দিকে তার মরদেহ বিয়ানীবাজার চারখাই পুলিশ ফাঁড়ির সদস্য উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় চারখাই মৎস্য বাজারে মাছ ব্যবসায় থাকাকালীন খোলা বাজারে মাছ রেখে হটাৎ কাউকে কিছু না বলে চলে যান মানিক। দীর্ঘসময় পেরিয়ে যাওয়ায় আশ-পাশের ব্যবসায়ীরা তার মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তার ফোন বন্ধ পান। এর পর থেকে তাকে পাওয়া যায়নি।
এদিকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে শুক্রবার সকাল ৭টার দিকে চারখাই বাজারের পশ্চিমে রহমতখানী এলাকার একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান পথচারীরা। এ খবর ছড়িয়ে পড়লে থানা পুলিশের লোকজন খবর পেয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।