নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল বলেছেন, সকলের দোয়া ও সহযোগিতায় আমি আপনাদের খাদেম হিসেবে নিযুক্ত হয়েছি। আমায় ভালবেসে লক্ষিপাশা বাসী আপনাদের মূল্যবান আমানত ভোট দিয়ে লক্ষিপাশা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এজন্য আমি ও আমার পরিবার সকলের কাছে চির ঋণি। আমি আপনাদের পবিত্র আমানতের খেয়ানত করবোনা।
সকলের সহযোগিতায় লক্ষিপাশা ইউনিয়নকে উপজেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। তিনি শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথাগুলো বলেন।
বিজ্ঞাপন
নির্বাচনী ইশতেহারে আমি যে সকল ওয়াদা করেছিলে সেগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, এ ইউনিয়নের আরো চারজন ভাই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে প্রতিযোগিতা ছিল কিন্তু প্রতিহিংসার ছিলনা। লক্ষিপাশা ইউনিয়নবাসীর কল্যাণে সকল উন্নয়ন মূলক কাজে তাদেরও সহযোগিতা চাচ্ছি।
মাহতাব উদ্দিন জেবুল বলেন, আমি এই ইউনিয়নের গরীব দুঃখী অসহায় মানুষের চেয়ারম্যান। আগামী ৫বছর তাদের চেয়ারম্যান হয়েই আমি থাকতে চাই। বিশেষ করে সকল ওয়ার্ডে সমান উন্নয়ন করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যানের ছোট ভাই কামরুল ইসলাম, ভাতিজা নাজমুল ইসলাম ও আনারস প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট এবং নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম শান্ত দাশ।