Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-01-15T08:46:37Z
গোলাপগঞ্জ

আল্লামা হোসাইন আহমদ বারকোটি (রহ.) এর জীবনী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে সাবেক সদরে এদারা, জামেয়া ইসলামিয়া বারকোট মাদ্রাসার দীর্ঘদিনের সফল মুহতামীম, শায়খুল হাদীস আল্লামা হোসাইন আহমদ শায়খে বারকোটি (রহ.) এর জীবনী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।  

বৃহস্পতিবার রাত ৮টায় বারকোট মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক জলসায় এ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বারকোট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বারী।

বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক মাওলানা ফয়জুল হাসান খাদিমানীর সম্পাদনায় স্মারক গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও বারকোটি হুজুরের বড় সাহেবজাদা মাওলানা শিব্বির আহমেদ,  সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, প্রাক্তন ছাত্র মুহি উদ্দিন সহ মাদ্রাসার সকল শিক্ষক, বর্তমান ও প্রাক্তন ছাত্রবৃন্দ  সহ এলাকার মুরব্বিয়ানবৃন্দ।

এসয় মোড়ক উন্মোচনের প্রথম স্মারক গ্রন্থটি ২০ হাজার টাকা সর্বচ্ছো মুল্যে বিক্রি হয়, ২য় স্মারক গ্রন্থটি ১৫ হাজার, ৩য় স্মারক গ্রন্থটি ১০ হাজার, ৪র্থ স্মারক গ্রন্থটি ১০ হাজার, ৫ম স্মারক গ্রন্থটি ১০ হাজার, ৬ষ্ট স্মারক গ্রন্থটি ৫ হাজার,  ৭তম স্মারক গ্রন্থটি ৫ হজার,  ৮ম স্মারক গ্রন্থটি ৫ হাজার, ৯ম স্মারক  গ্রন্থটি ৩  হাজার,  ১০ম স্মারক গ্রন্থটি ৩ হাজার টাকায় বিক্রি হয়।

এছাড়াও স্মারক গ্রন্থটি কেনতে চাইলে বারকোট মাদ্রাসা থেকে কিনতে পারবেন বলে কর্তৃপক্ষ জানান।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ