বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : প্রথম বারেই বাজিমাত করলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য জায়দা বেগম।
গত রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮, ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মাইক প্রতীকে ১৪৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরজাহান বেগম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৯৯৮ ভোট। অপর প্রার্থী আম্বিয়া বেগম বিউটি তালগাছ প্রতীকে পেয়েছেন ৪০৫ ভোট।
জায়দা বেগম গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক রুবেল আহমদ'র মাতা।
এ ব্যাপারে বিজয়ী প্রার্থী জায়দা বেগম বলেন, জনগণের ভালোবাসায় আমি প্রথম বারের মতো বিপুল ভোটে ২নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭, ৮, ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য নির্বাচিত হয়েছি। ওয়ার্ডের জনগণ আমার উপর আস্থা রাখায় আমি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজীবন তাদের সেবক হিসেবে কাজ করে যাবো।