Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-01-14T06:38:28Z

চান্দরগাও প্রিমিয়ারলীগে চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ফাইটার্স মাদারবাজার

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : ওসমানীনগরে তৃতীয় চান্দরগাও প্রিমিয়ার লীগ ২০২১-২২ এর ফাইনাল খেলায় মাদারবাজার রাইডার্সকে ৪১ রানে হারিয়ে  শিরোপা অর্জন করল ফ্রেন্ডস ফাইটার্স মাদার বাজার।

গতকাল ১৩ জানুয়ারি বেলা ২টায় উপজেলার উছমানপুর ইউনিয়নের মাদারবাজারস্থ চান্দরগাও পূর্বের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় টসে জিতে মাদারবাজার রাইডার্স ফ্রেন্ডস ফাইটার্স মাদারবাজারকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। ফ্রেন্ডস ফাইটার্স মাদারবাজার নির্ধারিত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। ফ্রেন্ডস ফাইটার্সের পক্ষে ময়নুল ইসলাম ৫৮ রান করে অপরাজিত থাকেন।

মাদার বাজার রাইডার্স ১৪৮ রানের লক্ষে ব্যাটিং করে ১২ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান করতে সক্ষম হয়।

ফ্রেন্ডস ফাইটার্স মাদারবাজারের পক্ষে ৫১ রানে ৪টি উকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হয় মাহিন আহমদ। আজহার ২৪/৩, সুমন আহমদ ১৫/১ ও এহসানুল মোহাম্মদ জুবায়ের ১৬/১ উকেট নেন।

ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ফাইনাল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও ম্যান অব দ্যা ব্যাটসম্যান নির্বাচিত হয় ফ্রেন্ডস ফাইটার্স মাদারবাজারের ময়নুল ইসলাম।

ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর সাবেক সভাপতি ও উছমানপুর ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ মিছবাহ।

আছলম কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উছমানপুর ইউ.পি ৭নং ওয়ার্ডের সদস্য খালেদ মিয়া, ৮নং ওয়ার্ডের সদস্য জোবায়েদ আহমদ লিটন, সমাজসেবক শহিদুল ইসলাম,  ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জিল্লুর রহমান জিলু,আ'লীগ নেতা ডা: এনাম আহমদ, শিপন খান, ইয়াকুব আলী মিছির, খেলা আয়োজক কমিঠির উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মালিক সিরাজ, শাহজাহান সাজু, সুজেল আহমদ, খেলা আয়োজক কমিঠির সভাপতি হাছানুল করিম দরবেশ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ