বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে এহিয়া ট্রাস্ট আয়োজিত বৃত্তি ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক, প্রফেসর ডঃ মোঃ নজরুল ইসলাম বলেছেন,সরকারের একার পক্ষে সমাজের সার্বিক উন্নয়ন করা সম্ভব নয়।শিক্ষা ক্ষেত্রে এখনো আমাদের অবহেলার কারনে আমরা পিছিয়ে আছি।যারাই জ্ঞান-বিজ্ঞানে অগ্রণী তারাই বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। মুসলমানরা আজ জ্ঞান-বিজ্ঞানের পিছিয়ে পড়ায় নেতৃত্বের আসন থেকে পিছিয়ে পড়েছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরকে আরো দক্ষতা অর্জন করতে হবে।তিনি মাতৃভাষা বাংলার পাশাপাশি আরো দুটি ভাষায় পারদর্শী হওয়ার আহবান জানান।ভাষা দুটির একটি আরবি অন্যটি ইংরেজি।
গতকাল বৃহস্পতিবার বেলা বারোটায় গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেলের সভাপতিত্বে ও সেক্রেটারী শাহেদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালযের প্রিন্সিপাল মোহাম্মদ তাজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসী।স্বাগত বক্তব্য রাখেন এহিয়া ট্রাস্টের ট্রাস্টি ও এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী। মাওলানা ক্বারী জাবেদুর রহমান ফারহানের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি নবম শিক্ষক পদক প্রাপ্ত শিক্ষক মোঃ হারুনুর রশিদ, প্রবীণ শিক্ষক রশীদ আহমদ,গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী,ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলের প্রিন্সিপাল জামিল আহমদ,সংবর্ধিত কৃতি শিক্ষার্থী মো:মাহদীউল ইসলাম অয়ন।
অনুষ্ঠানে ডঃ সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদকে এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি নবম শিক্ষক পদক প্রদান করা হয়।উপজেলার ৫ টি স্কুল- মাদ্রাসায় ৮০ হাজার টাকা অনুদান, একজন বিধবা মহিলাকে গৃহ নির্মাণ বাবদ ১ লক্ষ টাকা ও কলেজ-বিশ্ববিদ্যালয় স্কুল পড়ুয়া ১১ জন শিক্ষার্থীকে শামসুন্নাহার চৌধুরী স্মৃতি শিক্ষাবৃত্তির ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়।আলোচনা ও বৃত্তি বিতরণ শেষে মোনাজাত পরিচালনা করেন রণকেলী মহিউস সুন্নাহ মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুস সামাদ।