Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-01-25T18:08:50Z
সিলেট

শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশন ভাঙাতে আসছেন জাফর ইকবাল

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবিপ্রবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙতে সিলেট আসছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। ইতোমধ্যে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। অাজ রাতেই বা কাল সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসবেন তিনি। 

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানান, জাফর ইকবালের সহধর্মিণী ড. ইয়াসমিন হকও তাঁর সঙ্গে ক্যাম্পাসে আসছেন। 

ড. মুহম্মদ জাফর ইকবাল দীর্ঘদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। ২৫ বছরের শিক্ষকতা জীবন শেষে ২০১৮ সালে অবসর নেন তিনি। 

১৭ জানুয়ারি থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। বাসবভনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কারণে ১৭ জানুয়ারি থেকেই কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

সূত্র : সিলেট ভিউ

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ