বিজ্ঞাপন
ফাহিম আহমদ : কয়েকদিন পরেই সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে পুরো দমে চলছে প্রচার-প্রচারণা। স্লোগান, মিছিল, পথসভা ও উঠান বৈঠকে মুখর পুরো নির্বাচনী এলাকা। আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে উপজেলার ৩নং ফুলবাড়ি ইউপিতে সাবেক চেয়ারম্যান ঘোড়া প্রতীকের প্রার্থী এডভোকেট মামুন আহমদ রিপন ও তরুণ প্রার্থী, নতুন মুখ চশমা প্রতীকের প্রার্থী এমরান হোসেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এই ইউপিতে আপন চাচাতো দুই ভাইসহ ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে ঘোড়া প্রতীক নিয়ে এডভোকেট মামুন আহমদ রিপন, চশমা প্রতীক নিয়ে এমরান হোসেন, নৌকা প্রতীক নিয়ে আব্দুল হানিফ খান, আনারস প্রতীক নিয়ে তার বড় ভাই আব্দুর রহমান খাঁন সুজা, মোটরসাইকেল প্রতীক নিয়ে ইসমাইল হোসেন।
সরেজমিন ফুলবাড়ি ইউপির বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, 'উপনির্বাচনে বিজয়ী সাবেক চেয়ারম্যান তাদের দরকার৷ আবারও কেউ কেউ বলছেন চেয়ারম্যান পদে নতুন মুখ দরকার। তবে বেশিরভাগ ভোটার সাবেক চেয়ারম্যান ও চশমা প্রতীকের প্রার্থীকে এগিয়ে রাখছেন।' ভোটাররা বলছেন, 'শেষ পর্যন্ত এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন তারা৷'
ইকবাল আহমদ নামে একজন বলেন,' নির্বাচনী প্রচারণা জমজমাট। সব প্রার্থীরাই প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার ভোট দিতে বুঝেশুনে দেব।'
রাসেল আহমদ নামে একজন বলেন,' এবার উন্নয়নের স্বার্থে আমাদের নতুন জনপ্রতিনিধি দরকার। আমরা নতুন মুখ নির্বাচিত করব ইনশাআল্লাহ।'
লিলা বেগম নামে একজন বৃদ্ধা বলেন,'শেষ পর্যন্ত কাকে ভোট দিব বলতে পারছি না। এলাকায় সবসময় পাবো এমন প্রার্থীকে ভোট দিতে চাই।’
এদিকে সব প্রার্থীরাই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন। নির্বাচনে বিজয়ী হলে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে পুরো দমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।