বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৯৮৯ সালের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীবৃন্দের উদ্যোগে বাঘা ক্লাসিক্যাল সেন্টার মাঠে নির্বাচনী সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে ১১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চারজন প্রার্থী উপস্থিত ছিলেন এবং বাকি ৭জন প্রার্থী অনুপস্থিত ছিলেন।
যে চার চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন তারা হলেন, রাহুল হোসেন সাহেল (টেবিল ফ্যান), সেলিম আহমদ (ঘোড়া), আলহাজ্ব আব্দুস সামাদ (নৌকা), আবুল হাসনাত (সিএনজি)।
অনুষ্ঠাবে শিক্ষানুরাগী আব্দুস সুবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, আপনারা এমন একজনকে চেয়ারম্যান হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করুন, যে যোগ্য ব্যাক্তি, যাকে আপনারা সুখে দুঃখে পাশে পাবেন। যার মাধ্যমে ইউনিয়নবাসীর মুখ উজ্জ্বল হবে, যে গরীবের হক মেরে খাবেনা।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ সহ বিভাগে শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।