বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে গোলাপগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার-মহিলা মেম্বার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার-মহিলা মেম্বার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এর আগে সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে সকল চেয়ারম্যান- মেম্বার-মহিলা মেম্বার প্রার্থীদের সাথে আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিকে সীমানা সংক্রান্ত জটিলতায় ৫নং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন পরিচালনা -২ এর উপসচিব ও নির্বাচন ব্যবস্থাপনা ও সম্বনয়-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ইউনিয়নের নির্বাচন তফসিল থেকে বাদ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে কয়েক সহস্রাধিক মানুষের ঢল নামে উপজেলা পরিষদ প্রাঙ্গণে। শতশত গাড়ির কারণে সড়কের দুপাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।