Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-12-22T13:34:55Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের সদর ইউপিতে লড়াই হতে পারে নৌকা-মোটরসাইকেলের

বিজ্ঞাপন

ফাহিম আহমদ : আগামী ২৬ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলার ১০টি ইউপিতে চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর মধ্যরাতে শেষ হবে সকল ধরণের প্রচার-প্রচারণা। শেষ মূহুর্তে এসে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। 

উপজেলার সদর ইউনিয়নে ৪জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুইজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়া ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলমের মধ্যে। 

অন্য ২ জন প্রার্থী হচ্ছেন ঘোড়া প্রতীক নিয়ে জয়নুল ইসলাম রেকল ও আনারস প্রতীক নিয়ে মওদুদ হোসেন চৌধুরী সুমন। 


সরেজমিন উপজেলার সদর ইউনিয়ন ঘুরে ভোটারদের সাথে কথা হলে তারা জানান,' ইউনিয়নের এখনো অনেক উন্নয়ন বাকী রয়েছে। যাদের দ্বারা উন্নয়ন হবে তাদেরকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।' 

তারা জানান, 'শেষ পর্যন্ত ২ জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়া ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম। বেশির ভাগ ভোটার তাদের দুইজনকে নিয়েই আলোচনা করছেন। তবে শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার বিষয়।'

মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচনে বিজয়ী হতে শতভাগ আশাবাদী। তিনি নির্বাচনে বিজয়ী হলে একটি দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সকল প্রার্থীরাই নির্বাচনে বিজয়ী হলে ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ