Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-12-24T13:31:59Z
গোলাপগঞ্জ

দেশে প্রথম স্কাউটস'র আঞ্চলিক ফ্রেন্ডশিপ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জে

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে দেশের প্রথম আঞ্চলিক ফ্রেন্ডশিপ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। 'বন্ধুত্ব করি হর্ষে, মুজিব শতবর্ষে' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে  রেখে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আয়োজনে ২৬ডিসেম্বর থেকে ৩০ডিসেম্বর পর্যন্ত উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চৌধুরীবাজারে সিলেট আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৫দিন ব্যাপি এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯২টি মোট ৯২০ জন অংশ নিবে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় প্রেস কনফারেন্স এর মাধ্যমে এ তথ্য জানায় সমাবেশ সাংগঠনিক কমিটি। 

এসময় উপস্থিত ছিলেন সমাবেশ সাংগঠনিক কমিটির আহবায়ক মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সমাবেশ প্রধান ও বাংলাদেশ স্কাউটস,   সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার, সাংগঠনিক কমিটির সদস্য সচিব মহিউল ইসলাম মুমিত, ডেপুটি ক্যাম্প চীফ (সার্বিক) প্রমথ সরকার এলটি, ডেপুটি ক্যাম্প চীফ (প্রোগ্রাম) মোহাম্মদ এমদাদুল হক সিদ্দিকী এলটি, আবাসন ব্যাবস্থাপনা উপ-কমিটির আহবায়ক  ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম এলটি, আঞ্চলিক উপ-পরিচালক এস এম জাহির-উল-আলম, নিরাপত্তা ও ঝুঁকি ব্যাবস্থাপনা উপ-কমিটির আহবায়ক গুলজার আহমদ চৌধুরী,  মিডিয়া ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক হিফজুর রহমান ও সদস্য সচিব, বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী প্রমুখ। 

৫দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ২৭ডিসেম্বর বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে প্রথম আঞ্চলিক ফ্রেন্ডশিপ ক্যাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান এমপি। স্কাউট ব্যক্তিত্ব হিসেবে থাকবেন বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের পৃষ্ঠপোষক ও সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের সভাপতি এবং সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার। 

 ২৮ডিসেম্বর 'সিলেট সন্ধ্যা' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসমারিক বিমাম ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম, বাংলাদেশ স্কাউট এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) কাজী নাজমুল হক নাজু, স্কাউটস এর নির্বাহী পরিচালক আরাশদুল মোকাদ্দিস। সভাপতিত্ব করবেন আঞ্চলিক ফ্রেন্ডশিপ ক্যাম্প সাংগঠনিক কমিটির সভাপতি মঞ্জুর শাফি চৌধুরী এলিম। 

৩০ ডিসেম্বর মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. এ.কে আব্দুল মোমেন এমপি। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে থাকবেন বাংলাদেশ স্কাউট এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশন এর কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।  

বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের পৃষ্ঠপোষক ও সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, প্রাক্তন স্কাউট ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ স্কাউট এর জাতীয় কমিশনার (প্রোগ্রাম) আতিকুজ্জামান রিপন, সিলেট জেলা স্কাউট এর সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক এম.কাজী এমদাদুল ইসলাম। 

সভাপতিত্ব করবেন বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের সভাপতি এবং সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ