বিজ্ঞাপন
ফাহিম আহমদ : আজ মধ্যে রাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। শেষ দিকে এসে জমজমাট নির্বাচনী আমেজ। প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লায় উৎসব বিরাজ করছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া। অন্য দিকে প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হতে এক সেকেন্ড সময়ও অবসর থাকতে চাচ্ছেন না।
তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নে ৪জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দুইজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এরমধ্যে আনারস প্রতীকের প্রভাষক মো.জাহিদ হোসাইন, নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান মো.মোস্তাক আহমদ।
অপরদিকে অন্য দুইজন প্রার্থী হচ্ছেন ঘোড়া প্রতীকের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহিবুর রহমান, লাঙ্গল প্রতীকের আব্দুল মজিদ রওশন।
সরেজমিন উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়ন ঘুরে দেখা যায়, 'বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সেই সাথে নিজের পছন্দের প্রার্থীদের সাথে অবিরাম কাজ করে যাচ্ছেন ভোটাররা।
একাধিক ভোটারের সাথে কথা বলে জানা যায়, 'নতুন মুখ, তরুণ চেয়ারম্যান প্রার্থী প্রভাষক জাহিদ হোসাইনের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বর্তমান চেয়ারম্যান মো.মোস্তাক আহমদ৷ তবে শেষ পর্যন্ত কোন প্রার্থী বিজয়ী হবেন সেটা বলা যাচ্ছে না।'
ভোটাররা আরও জানান, 'সবদিক দিয়ে অবহেলিত এই ইউনিয়নের উন্নয়ন চান তারা। যদি নতুন কোন প্রার্থীর দ্বারা ইউনিয়নের উন্নয়ন হয় তাহলে থাকেই তারা নির্বাচিত করবেন। এ ইউনিয়নের অনেক রাস্তাঘাটের বেহাল দশা। শিক্ষা ব্যবস্থা এখনো অনেক পিছিয়ে। নদী ভাঙনে প্রতি বছর ঘরবাড়ি হারাতে হয় মানুষকে। সব দিক বিবেচনায় নিয়ে যিনি উন্নয়ন করতে পারবেন তারাই থাকে বিজয়ী করবেন।'