বিজ্ঞাপন
ফাহিম আহমদ : তফসিল ঘোষণার আগ থেকেই গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য তাদের প্রচারণা চালিয়ে গেছেন। বিশেষ করে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণা বেড়ে গেছে। আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ সময়ে এসে প্রচারণায় কোন কমতি রাখছেন না প্রার্থীরা।
তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এবারের নির্বাচনে উপজেলারবাসীর চোখ লক্ষণাবন্দ ইউপির দুই জনপ্রিয় প্রার্থীর দিকে। তাদের একেকটি জনসভা যেন জনসমুদ্র। ভোটাররাও তাদের প্রিয় প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া।
দুই জনপ্রিয় প্রার্থী হচ্ছেন- লাঙ্গল প্রতীকের খলকুর রহমান ও ঘোড়া প্রতীকের ওজি মোহাম্মদ কাওছার।
এ ইউনিয়ন থেকে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর দুইজন হচ্ছেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল করিম খান ও আনারস প্রতীকের মুহিবুর রহমান দাইয়ান।
সরেজমিন উপজেলার লক্ষণাবন্দ ইউপি ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, 'জনগণ উন্নয়ন চায়। যার দ্বারা উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করা হবে। ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া লাঙ্গল প্রতীকের প্রার্থীর খলকুর রহমান ও ঘোড়া প্রতীকের প্রার্থী ওজি মোহাম্মদ কাওছারের মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেও কাউকে ছাড় দিচ্ছেন না।'
ভোটাররা জানান, 'দু'জনেই নির্বাচিত হওয়ার আগেই ইউনিয়নের মানুষের বিভিন্ন উন্নয়নে ভূমিকা রেখেছেন। ইউনিয়নে এ দুই প্রার্থীর নাম মানুষের মুখে মুখে। শেষ পর্যন্ত তাদের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানা যায়।'
এদিকে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাবেন বলে প্রত্যেক প্রার্থীই প্রতিশ্রুতি দিচ্ছেন। সবাই নির্বাচনে বিজয়ী হতে শতভাগ আশাবাদী।