বিজ্ঞাপন
ফাহিম আহমদ : শুক্রবার মধ্যে রাতেই শেষ হচ্ছে চতুর্থ ধাপের ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শেষ সময়ে এসে পুরো দমে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রতি প্রার্থীর একেকটা জনসভা জনসমুদ্রে পরিণত হচ্ছে। উপজেলার বাঘা ইউনিয়নে নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শেষ সময়ে এসে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।
উপজেলার মধ্যে সবচেয়ে বেশি চেয়ারম্যান পদপ্রার্থী বাঘা ইউনিয়নে। বাঘা ইউনিয়ন থেকে ১১জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। এর মধ্যে দুইজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা যায়।
৯জন প্রার্থী হচ্ছেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস সামাদ, টেলিফোন প্রতীকের প্রার্থী ছানা মিয়া, আনারসের প্রার্থী কাদির হোসেন বাবুল, অটোরিক্সার প্রার্থী আবুল হাসনাত, টেবিল ফ্যানের প্রার্থী রাহুল হোসেন শাহেল, ঘোড়া প্রতীকের প্রার্থী সেলিম আহমদ, চশমা প্রতীকের প্রার্থী আনাছ মাহফুজ, ঢোল প্রতীকের প্রার্থী এনাম ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল কালাম৷
সরেজমিন উপজেলার সবচেয়ে বড় বাঘা ইউনিয়ন ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, 'বেশির ভাগ প্রার্থীই নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কয়েকজন যোগ্য রয়েছেন। শেষ পর্যন্ত যদি কালো টাকার ছড়াছড়ি না হয় তাহলে যোগ্যদের মধ্যেই একজন বিজয়ী হবেন।
ভোটাররা জানান,' বাঘা ইউনিয়নে টাকা ছড়াছড়ি শুরু হয়েছে। এত প্রার্থীর মধ্যে সবাই নির্বাচিত হতে চান। উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হচ্ছে বাঘা ইউনিয়ন। এখনো সব ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। রাস্তাঘাটের বেহাল দশা। বার বার আমরা চেয়ারম্যান নির্বাচিত করি তবে উন্নয়ন থেকে বঞ্চিত থাকি। এবার আর ভুল করতে চান না ভোটাররা।'
ভোটাররা আরও জানান,' শেষ সময়ে যদি টাকার ছড়াছড়ি না হয় তাহলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস সামাদ, টেলিফোন প্রতীকের প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ছানা মিয়া, আনারসের প্রার্থী কাদির হোসেন বাবুল, অটোরিক্সার প্রার্থী আবুল হাসনাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।'
আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদ নির্বাচিত হলে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করবেন বলে জানান। ৪০ দিনের ভিতরে ইউনিয়ন কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণ করবেন। বাঘাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণ করতে যা যা করার তিনি করবেন বলে আশ্বাস প্রদান করেন।'
এরকম বিভিন্ন প্রতিশ্রুতিতে দিয়ে নির্বাচনে বিজয়ী হতে মরিয়া সব প্রার্থীরা।