Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-12-25T04:06:09Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে প্রার্থী বিজয়ী হলে মিষ্টি বিতরণের জন্য টাকা দিলেন ভোটাররা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : ১ দিন পর চতুর্থ ধাপের ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচন। আজ মধ্য রাতে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ দিনে প্রতিটি ইউনিয়নের প্রার্থীরা তাদের শেষ প্রচারণা চালিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীদের বিশাল বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। তবে একেবারেই ব্যতিক্রমী একটি জনসভা দেখল উপজেলাবাসী। যেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার পর মিষ্টি বিতরণের জন্য টাকা দিলেন ভোটাররা।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক জাহিদ হোসাইনের জনসভায় ভোটাররা প্রায় ৩ লক্ষাধিক টাকা দেন। 

জনসভায় উপস্থিত ছিলেন হাজারো মানুষ। এসময় ৫০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত দিবেন বলে ঘোষণা দেন ভোটাররা। একজন ভোটার বিজয়ী হলে গরু কেটে শিরণী বিতরণ করবেন বলে ঘোষণা দেন। 

এদিকে ভোটারদের এমন ভালবাসা দেখে আবেগাপ্লুত হয়ে যান চেয়ারম্যান প্রার্থী জাহিদ হোসাইন। তিনি মঞ্চে বসে কান্না করে দেন৷ 

তিনি বলেন, 'আমার প্রতি মানুষের এমন ভালবাসার ঋণ কখনো শোধ করতে পারব না। মানুষ যে আমাকে এত ভালবাসে আমি কখনো কল্পনা করিনি। আমি বিজয়ী হই বা না। আমি তাদের জন্য সারাজীবন কাজ করে যাব।' 
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ