বিজ্ঞাপন
বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের গঠনতন্ত্র অনুসারে তাদের বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বহিষ্কার হওয়া নেতারা হলেন গোলাগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহতাব উদ্দিন জেবুল, শরীফগঞ্জ ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এম কবির উদ্দিন।
উল্লেখ্য, গোলাপগঞ্জের ১০টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নে সীমানা সংক্রান্ত জটিলতা ও নিরাপত্তা জনিত কারণে নির্বাচন স্থগিত করা হয়।