বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : এবার মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার ২৩ টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এরমধ্যে ১০ টি বিদ্যালয় শতভাগ সাফল্য অর্জন করে। এ ১০ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী ফেল করেনি।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শতভাগ সাফল্য অর্জন করা ১০ বিদ্যালয় হলো-
ভাদেশ্বর মডেল ফাযিল ডিগ্রী মাদরাসা, ফুলসাইন্দ দারুল ক্বেরাত দাখিল মাদরাসা, মীরগঞ্জ মুজাহিরুল ইসলাম দাখিল মাদরাসা, ভাদেশ্বর খানম আহমদ বালিকা দাখিল মাদরাসা, হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদরাসা, পূর্ব ফুলসাইন্দ মহিলা দাখিল মাদরাসা, দরগা বাজার দাখিল মাদরাসা, নওয়াই দক্ষিণভাগ দাখিল মাদরাসা, কালীকৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, লক্ষণাবন্দ হুফফাজে কোরআন মহিলা দাখিল মাদরাসা।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল।